আয় কে যাবি, আয় কে মন হারাবি আয়
এক মুঠো রোদ ধরতে,
আয় পেরিয়ে চেনা দৃশ্যগুলো,
পেরিয়ে আয় না যত ময়লা-ধূলো ঠেলে,
ফেলে রেখে পিছুটান, একঘেয়ে গান।
২৯ সেপ্টেম্বর, ২০০৭
১৯ সেপ্টেম্বর, ২০০৭
আধুনিক আমি
আধুনিকতার ভীড়ে নিজেকে খুব বেমানান মনে হয় আজকাল
প্রেমীয় অলিন্দের ভীড়ে আমি যেন সেই নয় নং লোকাল বাস।
মেটাল হিপ-হপ গানের অশালীন গালি-গালাজ আমার সাথে যায়না,
ছোটো কাপড়পরা মেয়েগুলো তাই আমাকে দেখে চোখ কুঁচকায়।
make out – এর যুগে আমি আমার মৃত প্রেম খুঁজে বেড়াই,
n70-ওয়ালা ইয়ো ছেলেটা তাই আমাকে দেখে বিদ্রুপ করে।
প্রেমীয় অলিন্দের ভীড়ে আমি যেন সেই নয় নং লোকাল বাস।
মেটাল হিপ-হপ গানের অশালীন গালি-গালাজ আমার সাথে যায়না,
ছোটো কাপড়পরা মেয়েগুলো তাই আমাকে দেখে চোখ কুঁচকায়।
make out – এর যুগে আমি আমার মৃত প্রেম খুঁজে বেড়াই,
n70-ওয়ালা ইয়ো ছেলেটা তাই আমাকে দেখে বিদ্রুপ করে।