আয় কে যাবি, আয় কে মন হারাবি আয়
এক মুঠো রোদ ধরতে,
আয় পেরিয়ে চেনা দৃশ্যগুলো,
পেরিয়ে আয় না যত ময়লা-ধূলো ঠেলে,
ফেলে রেখে পিছুটান, একঘেয়ে গান।
যেখানে পাহাড় রোজ সাগরে স্নান করে,
মরুর বুকে নদী তৃষ্ণা মেটাতে,
চাঁদ বিকোয় হাটে, তারারা ছুটছে মাঠে
আকাশ ঝুঁকে চুমু খাচ্ছে মাটিকে;
পেরিয়ে আয় ভুলে সময়,
দেখনা জীবন মানে, আমার গানে।
আয় না জ্বালাই আজ আঁধারে রোশনাই
মৌন যত কথা মন খুলে বল,
যেখানে স্বপ্নের টুকটুকে লাল ঠোঁট
সেখানে ভরসা হবেই সম্বল;
দে মন ছুট, করে বলুক
তোর হৃদয় এখানেই, আমার গানে...
সূত্রঃ সংগ্রহ
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন