পায়েতে পায়েল, হাতেতে কাঁকন
নাকেতে নাকফুল, চোখেতে কাজল;
কানেতে দুল কন্যা
তোমায় ছুঁতে বারণ।
পায়ে আলতা আর হাতে মেহেদী
তবু আমি তোমার রঙীন মনটাই দেখি,
কোমরে বিছা, গলাতে জড়োয়া
গায়েতে জামদানী; বর্ণ আসমানী,
অপরূপ চলন কন্যা
তোমায় ছুঁতে বারণ।
সিঁথিতে সিঁদূর, হাতেতে শাঁখা;
চঞ্চল মন, প্রথম দর্শন
কন্যা তোমায় ছুঁতে বারণ।
1 comments:
টেস্টিং মন্তব্য!!!
একটি মন্তব্য পোস্ট করুন