শ্রদ্ধেয় মনজুরুল ভাই
তাকে বড় ভাল পাই
একজন মুক্তিযোদ্ধা
আর এখন ব্লগের এনসাইক্লোপিডিয়া!!
অক্ষর ভাই'র কথা বলব কি আর
অদ্ভূত সব মন্তব্য করায় জুড়ি মেলা ভার
’হাসতে হাসতে পরে গেলাম’
মনে হয় তার আবিষ্কার!!
অপ্সরা আপু আছেন যিনি
আফ্রোদিতি নামেও পরিচিত তিনি
তার ব্লগের নাম হ্ওয়া উচিত ছিল
”এসো, সকলে রান্না শিখি!!”
খারেজী'র ব্লগে যাওয়া
এখন বড় রিস্কি
আস্তিক-নাস্তিক নিয়া তিনি এখন
অনেকখানি বিজি!!!
চানাচুরের বেজায় রাগ
তাই তার সব পোস্ট ড্রাফট!!
আপুর কারণে পিসি না পেয়ে
মোবাইল থেকে ব্লগিং করে!!
নাফিস হইল সেরাম পোলা
ব্লগিং করা তার নেশা
সবার ব্লগের বেশিরভাগ
প্রিয় পোস্ট-ই তার করা!!
মেহবুবা আপু তুমি কি আবার
ঘটি-বাটি-পাটি রেখেছ গুছিয়ে??
আয়মান-মনামী’র উছিলায়
আরেকটা পোস্ট উৎসর্গ করবে আমাকে??
রাজামশাই, রাজামশাই
তোমার কাছে জবাব চাই
কোষাগারে কি আর আগের মত
স্বর্ণমুদ্রা নাই??
জেরিপু’র এখন মন খারাপ,
নতুন পোস্ট তাই আর আসছে না;
রিকসাওয়ালা কি বেশি শয়তান,
ইমোটিকনের পোস্ট কর্তে দিচ্ছে না??
বাফড়ারে নাকি ভাই কইতে নাই
তারে সকলে মিলে নাম ধরেই ডেকে যাই!!
ইদানীং দেখি না তারে
অন্য নিকে আসে নাকি কে জানে!!
কাকশালিখচড়াইগাঙচিল
বাকি রইল শকুন আর কোকিল
প্রতিশোধস্পৃহায়
”কল্পগল্প” সিরিজ পোস্টায়!!
কবিতার আড্ডা
আমাদের ব্যবসার পার্টনার
চায়ের দোকান দিব
কে হবে পয়লা কাস্টোমার!!
টুশকি আপু এখন নাকি
রান্নার বই ঘাঁটে
কেক খেতে চাইলে কেউ
চলে যেও 'কিশটু রেস্টুরেন্টে'!!
বুলবূল আহমেদ পান্না
তার ব্লগ পর্লে পায় কান্না!!
নতুন হুজুগ উঠছে তার
কি নাকি কোন 'ভচ'-র গান শোনার!!
অপারগতা স্বীকার: এখানে, কয়েকজনকে যথাযথ সম্মান প্রদর্শন করা হয় নাই। কবিতার স্বার্থে কিঞ্চিৎ এমন করা হইছে!! আরো অনেককে নিয়ে লেখা হয় নাই!! লেখা আসবে ধীরে ধীরে!! আপনেরাও চাইলে য়োগ কর্তারেন!!
প্রথম প্রকাশ: ০২-৫-'০৯ ইং
http://www.somewhereinblog.net/blog/muktoBoyan/28945523
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন