এক যে অরণ্য
মুক্তিযুদ্ধ বিষয়ে এক্কেরে বন্য;
গণস্বাক্ষর সংগ্রহ করে
যুদ্ধাপরাধীর বিচার করেই ছাড়বে।
স্বপ্নজয় ভাই
কি সব পোস্টায়!!
তুই তোকারি'তে ভরা
প্রেমের গপ্প লেখে রাত জাইগা!!
চাঙ্কু রে নিয়া কি কমু?
তার কাছে কি বেইল পামু!!
"ভালোবাসা তুমি কুতায়??
ভাল বাসার সন্ধান কি এত সহজে পাওয়া যায়!!
কাঁকন , কাঁকন ডাক পারি..
কাঁকন তুই কুনাই গেলি!!
ওরে কাঁকন ফিরা আয়
তোর পোস্টে কমেন্ট ৬০০ ছাড়ায়!!!
শাওন তুমি কই হারাও
জানো না তোমারে মিস করি!!
বিলাই'র ছবি ছাড়া কি আর
কম্পুতে কোন ফটুক নাই, তোমার??
আমার শিক্ষিকা, তনুজা দি
তাকে নিয়া কি আর কবিতা লেখাতারি!!
একটা কথা কইতাম চাই
"আপনের কবিতার সারমর্ম চাই!!"
শূণ্য আমার ব্লগ পিতা
সবকয়টা পোস্ট আমার পড়া
কিন্তু আপসুস,
হেরে উৎসর্গ করা পোস্টেই হেরেই দেখি না!!
বান্দর মানুষ তামিম ভাই
তার ইদানীং দেখা নাই!!
'অণুকাব্য-২' দিয়া
হইয়া গেছেন এক্কেরে হাওয়া!!
নুশেরা আপু??
সে তো সবার গণ আপু!!
ইদানীং মনে হয় বাংলা ছি:নেমা
দেখে সারাদিন কাজ-কাম বাদ দিয়া!!!
হাসান মাহবুব আর আমি
দুইজনে সাথী;
ক্যান??
"আপনার পোস্টে আমরা দুইজনে প্লাসাইলাম!!"
একলব্যের টর্চের আলোয়
আমার চোখে আঁধার ঘনায়
১ বছরের সিনিয়র হওয়ায়
নিয়মিত সালাম চায়!!
সব্যসাচী র বিষয়বস্তু
নিত্যদিন বদলায়
অদ্ভুতুরে সিরিজটা ভাইয়া
এখন গেল কোথায়!!
সাই-ফাই সিজার
খুনা-খুনি গল্প দেয়
সবাই মিল্লা চিল্লাইলে
"হ্যাপি এন্ডিং"-এ চেঞ্জ করে!!
আমার সম্পাদক হিমলু
বিশাল বিশাল গল্প লেখে
পর্তে গেলে আর সব কিছু
বাদ দিয়া মনোযোগ দেওয়া লাগে!!
এখানে, কয়েকজনকে যথাযথ সম্মান প্রদর্শন করা হয় নাই। কবিতার স্বার্থে কিঞ্চিৎ এমন করা হইছে!! আরো অনেককে নিয়ে লেখা হয় নাই!! লেখা আসবে ধীরে ধীরে!! আপনেরাও চাইলে য়োগ কর্তারেন!!
প্রথম প্রকাশ: ২৯-৪-'০৯ ইং
http://www.somewhereinblog.net/blog/muktoBoyan/28944305
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন