দৃষ্টি আকর্ষণ: বিভিন্ন ব্লগে নানা সময়ের লেখাগুলো এখানে জমা প্রক্রিয়া চলছে। কয়েকটি পাতা এখনো অসম্পূর্ণ। খুব শীঘ্রই সবকিছু সম্পন্ন হবে। ফিডব্যাক জানাতে পারেন এখানে।

৭ অক্টোবর, ২০০৭

কন্যা

পায়েতে পায়েল, হাতেতে কাঁকন
নাকেতে নাকফুল, চোখেতে কাজল;
কানেতে দুল কন্যা
তোমায় ছুঁতে বারণ।

২৯ সেপ্টেম্বর, ২০০৭

আয় কে যাবি

আয় কে যাবি, আয় কে মন হারাবি আয়
এক মুঠো রোদ ধরতে,
আয় পেরিয়ে চেনা দৃশ্যগুলো,
পেরিয়ে আয় না যত ময়লা-ধূলো ঠেলে,
ফেলে রেখে পিছুটান, একঘেয়ে গান।

১৯ সেপ্টেম্বর, ২০০৭

আধুনিক আমি

আধুনিকতার ভীড়ে নিজেকে খুব বেমানান মনে হয় আজকাল
প্রেমীয় অলিন্দের ভীড়ে আমি যেন সেই নয় নং লোকাল বাস।
মেটাল হিপ-হপ গানের অশালীন গালি-গালাজ আমার সাথে যায়না,
ছোটো কাপড়পরা মেয়েগুলো তাই আমাকে দেখে চোখ কুঁচকায়।
make out – এর যুগে আমি আমার মৃত প্রেম খুঁজে বেড়াই,
n70-ওয়ালা ইয়ো ছেলেটা তাই আমাকে দেখে বিদ্রুপ করে।

১৬ সেপ্টেম্বর, ২০০৭

এই মেঘ, রৌদ্র-ছায়া

আমার মন কেমন করে
আমার প্রাণ কেমন করে
তুমি জানো নাই
আমার মন কেমন করে…

১৬ আগস্ট, ২০০৭

এলো কথামালা

দিনের শেষে সন্ধ্যা নামে
কর্মক্লান্ত মানুষ ঘরে ফেরে;
নীড়ে ফেরে পাখিরা,
শুধু আমার আর ফেরা হয় না।

১৪ আগস্ট, ২০০৭

into

this is for my thiking, telling the feelings, sharing it...
what is going around me, what i've to face regularly, what makes me feel bad(or else sick), what makes me feel happy, makes me smile...

as the title...mukto boyan(free speaking)
this will contain all the true facts...

just began

just created the blog.
 
এখানে প্রকাশিত লেখা অনুমতি ছাড়া অন্য কোথাও পুন:প্রকাশ করবেন না। কোন লেখা বেশি পছন্দ হলে নিজের মনে করে নিয়ে যাবার বেলায় একটু জানিয়ে যাবেন।
ব্যক্তিগত অনুভূতির সাথে একীভূত কোন লেখা অন্যত্র শেয়ার করতে পারেন।


Copyright 2009 মুক্ত বয়ান. Powered by Blogger Blogger Templates create by Deluxe Templates. WP by Masterplan modified by Mukto Boyan