পায়েতে পায়েল, হাতেতে কাঁকন
নাকেতে নাকফুল, চোখেতে কাজল;
কানেতে দুল কন্যা
তোমায় ছুঁতে বারণ।
৭ অক্টোবর, ২০০৭
২৯ সেপ্টেম্বর, ২০০৭
আয় কে যাবি
আয় কে যাবি, আয় কে মন হারাবি আয়
এক মুঠো রোদ ধরতে,
আয় পেরিয়ে চেনা দৃশ্যগুলো,
পেরিয়ে আয় না যত ময়লা-ধূলো ঠেলে,
ফেলে রেখে পিছুটান, একঘেয়ে গান।
এক মুঠো রোদ ধরতে,
আয় পেরিয়ে চেনা দৃশ্যগুলো,
পেরিয়ে আয় না যত ময়লা-ধূলো ঠেলে,
ফেলে রেখে পিছুটান, একঘেয়ে গান।
১৯ সেপ্টেম্বর, ২০০৭
আধুনিক আমি
আধুনিকতার ভীড়ে নিজেকে খুব বেমানান মনে হয় আজকাল
প্রেমীয় অলিন্দের ভীড়ে আমি যেন সেই নয় নং লোকাল বাস।
মেটাল হিপ-হপ গানের অশালীন গালি-গালাজ আমার সাথে যায়না,
ছোটো কাপড়পরা মেয়েগুলো তাই আমাকে দেখে চোখ কুঁচকায়।
make out – এর যুগে আমি আমার মৃত প্রেম খুঁজে বেড়াই,
n70-ওয়ালা ইয়ো ছেলেটা তাই আমাকে দেখে বিদ্রুপ করে।
প্রেমীয় অলিন্দের ভীড়ে আমি যেন সেই নয় নং লোকাল বাস।
মেটাল হিপ-হপ গানের অশালীন গালি-গালাজ আমার সাথে যায়না,
ছোটো কাপড়পরা মেয়েগুলো তাই আমাকে দেখে চোখ কুঁচকায়।
make out – এর যুগে আমি আমার মৃত প্রেম খুঁজে বেড়াই,
n70-ওয়ালা ইয়ো ছেলেটা তাই আমাকে দেখে বিদ্রুপ করে।
১৬ সেপ্টেম্বর, ২০০৭
১৬ আগস্ট, ২০০৭
এলো কথামালা
দিনের শেষে সন্ধ্যা নামে
কর্মক্লান্ত মানুষ ঘরে ফেরে;
নীড়ে ফেরে পাখিরা,
শুধু আমার আর ফেরা হয় না।
কর্মক্লান্ত মানুষ ঘরে ফেরে;
নীড়ে ফেরে পাখিরা,
শুধু আমার আর ফেরা হয় না।
১৪ আগস্ট, ২০০৭
into
this is for my thiking, telling the feelings, sharing it...
what is going around me, what i've to face regularly, what makes me feel bad(or else sick), what makes me feel happy, makes me smile...
as the title...mukto boyan(free speaking)
this will contain all the true facts...
what is going around me, what i've to face regularly, what makes me feel bad(or else sick), what makes me feel happy, makes me smile...
as the title...mukto boyan(free speaking)
this will contain all the true facts...