- আজ হইতে বিজ্ঞাপনের ভারে পত্রিকা জর্জরিত করিব!!
- আজ হইতে বিজ্ঞাপন পাইতে সুবিধা হয়, এই জন্য মোবাইল কোম্পানীগুলার বেশি বেশি গুণগান করিব!!
- আজ হইতে অধিক বিজ্ঞাপনের জন্য পৃষ্ঠা সংখ্যা আরও বাড়াইয়া দিব!!
- ইহা ব্যতিত, সত্য সংবাদ জানা সত্ত্বেও ঘটনার সাথে জড়িত ব্যক্তি/ ব্যক্তিবর্গের হইতে অর্থপ্রাপ্তির লোভে তাহা প্রকাশ করিব না!!
- ইহা ব্যতিত, কোন একটি বিশেষ ঘটনা হইতে সকলের দৃষ্টি সরাইতে সমকালীন ঘটনার সাথে সম্পর্কহীন কোন ঘটনা নিয়া দুই পৃষ্ঠা ব্যাপি ফিচার করিব!!
- আজ হইতে নারী নিয়ে পৃষ্ঠা সংখ্যা বাড়ানো হবে!! বেশি বেশি নারী(যদিও বর্তমানে অধিকাংশই পুরুষ!) লেখক- পাঠক!! বেশি বেশি পত্রিকা বিক্রি!!
- রোজকার মতই, বিশেষ বিশেষ দিনে প্রথম পাতায় আতেলীয় ফিচার লিখিব!!
- কয়েকদিন পর পরই, সুশীল সমাজের প্রতিনিধিগণকে আমার অফিসে ডাকিয়া গোল-টেবিল বৈঠকের নামে চা-নাস্তা খাওয়াইব!!
- আজ হইতে..
আমাদের বিশ্বাস, এভাবেই একদিন বদলে যাবে সবাই!! তাই বদলানোর কথা বলি প্রতিদিন!!
বদলে যাও, বদলে দাও!!
[সমস্ত ঘটনা কাল্পনিক। তবে, বাস্তবের সাথে কেউ মিল খুঁজে পেলে লেখক খুশি!!]
প্রথম প্রকাশ: ২৮-৩-'০৯ ইং
http://www.somewhereinblog.net/blog/muktoBoyan/28930448
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন