বহুদিন পর সকালে
খাতা আর কলম হাতে
আমি বসেছি জানালা খুলে।
মনের জানালায় নিত্য উঁকি দিয়ে দেখা
চৌকাঠ ডিঙিয়ে একটু আগ্রাসী পদক্ষেপ
দেয়াল ভেঙে দেয়ার প্রচেষ্টা
অভিমানী আবেগের লুকোচুরি, আনাগোনা।
গল্প লেখা যায়,
উপন্যাস লেখা যায়,
কবিতা? সে তো হুট করে লেখা যায় না;
ঠিক যেমনটি মাসি হওয়া যায়
মা হওয়া আর হয়ে ওঠে না।
তবু আজকের এই সোনারাঙা রোদ,
মিষ্টি হাওয়ায় উতাল মন
ভাবে বসি নিরালা- নির্জনতায়
হঠাৎ করেই যদি ছন্দ এসে যায়;
একটি- দু'টি ছত্র, আধেক অন্ত্যমিল
সুন্দর একটি কবিতার জন্ম, নিছক পাঁচ মিনিটের মাথায়!!
উৎসর্গ: আমার কোবতে শিক্ষিকা।
প্রথম প্রকাশ: ৩১-৩-'০৯ ইং
http://www.somewhereinblog.net/blog/muktoBoyan/28931727
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন