যশোর, খুলনা, বগুড়া, পাবনা, ঢাকা, বরিশাল, নোয়াখালি
তারা হিন্দু নয়, মুসলিম নয়, তারা শুধু বাঙালী
রক্তনেশায় উঠিছে মাতিয়া, খেলিতেছে তারা হোলি
অবাক নয়নে দেখছে বিশ্ব, দিচ্ছে কেমনে প্রাণ
বোমারু বিমান, মেশিনগান তুচ্ছ করি তামাম
কদম কদম এগিয়ে চলিছে, গাহি মুক্তির গান
"জয় বাংলার গান"।
এসো মুক্তিদলের সাথী, ওরে মুক্তিদলের সাথে
আগুয়ান হও আগুয়ান, সবে আগুয়ান, সবে আগুয়ান, সবে আগুয়ান।
শত্রু-শোণিতে সিক্ত পতাকা মুক্তির সেনাপতি
আগুয়ান হও আগুয়ান, সবে আগুয়ান, সবে আগুয়ান, সবে আগুয়ান।
স্থলে বা জলে, নভোস্থলে- কে দেবে বাধা?
মোদের অবাধ গতি- কে দেবে বাধা?
মানুষের যত বাঁধনভাঙার বজ্ররাগিণী গেয়ে ওঠে জন
মৃত্যুরে দিয়ে মৃত্যুর হবে অবসান।
গানটি এখানে শুনতে পাবেন..
১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত ক্যাথরিন-তারেক মাসুদের ডকুমেন্টারি চলচ্চিত্র মুক্তির গান'র একটি গান।
'৭১-এর এইদিনে শহীদ হওয়া সকল নিরীহ ছাত্র-জনতা-ইপিআর বাহিনীর সদস্য সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা।
প্রথম প্রকাশ: ২৫-৩-'০৯ ইং
http://www.somewhereinblog.net/blog/muktoboyan/28929171
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন