দৃষ্টি আকর্ষণ: বিভিন্ন ব্লগে নানা সময়ের লেখাগুলো এখানে জমা প্রক্রিয়া চলছে। কয়েকটি পাতা এখনো অসম্পূর্ণ। খুব শীঘ্রই সবকিছু সম্পন্ন হবে। ফিডব্যাক জানাতে পারেন এখানে।

৩১ মার্চ, ২০১০

আওয়াজ ভাঙার বাঁধ, (অলিখিত!!) নীতিমালা [ব্লগ বয়স ৩ মাস+ পোস্ট!!]

বি.দ্র: এই লেখাটি একটি ব্লগের পরিচালনা নীতির সাথে দ্বিমত পোষণ করে লেখা। যেখানকার ব্যাপার সেটা নিয়ে সেখানেই আলোচনা শ্রেয়। তাই, এই পোস্টে মন্তব্য করার সুযোগ নেই।


ব্লগারদের উদ্দেশ্যে আওয়াজ ভাঙার বাঁধ এর নীতিমালা দেওয়া হইল । আনুমানিক বিগত বৃহস্পতিবার(১৩ই ফেব্রুয়ারি) থেকে এই নীতিমালা কার্যকর করা হইয়াছে বলিয়া প্রতিয়মান হয়!!


১. সাধারণ নিয়ম এবং প্রত্যাশা: 
১ক.
বাকস্বাধীনতা প্রসঙ্গ:
যতই ছাগু ব্যা ব্যা করুক, উহাকে কিছুই বলা যাইবে না। উহাকে তাহার চিৎকার কর্ম সম্পাদন করিতে দেওয়া হউক!!

১খ.
নিয়মভঙ্গ প্রসঙ্গ:
ইতোমধ্যে যে সকল ব্লগারগণকে ব্যান অথবা জেনারেল করা হইয়াছে, উহারা একখানা নিয়মভঙ্গের একখানা কাল্পনিক কারণযুক্ত নোটিশ পাইবেন!!

১গ.
নতুন ব্লগারদের জন্য নীতিমালা:
# "ত্রি"/ "সো"/ "বা" এইসকল আদ্যক্ষরযুক্ত নিক হইতে হইবে!!
# ছাগু বিরোধী কোন নিক নেওয়া যাইবে না!!
# যেসকল লেখা লিখিবেন, উহা সম্পূর্ণভাবেই কোবতে হইতে হইবে!!

১ঘ.
প্রথম পাতার উপর নিয়ন্ত্রণ:
যদিও এখন থেকে আমরা সুনির্দিষ্ট নীতিমালা ভঙ্গ না করলে কোন পোস্ট মুছে না ফেলার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আমরা সকল শ্রেণীর ব্লগারদের কাছে প্রথম পাতার পরিচ্ছন্নতা, বৈচিত্র ও আকর্ষণ রক্ষার্থে এর উপর আরো নিয়ন্ত্রন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছি।
কাজেই যাহাই লেখেন না কেন, আমাদের পছন্দ না হইলে কোন লাভ নাই!! তদুপরি, আমরা "বাৎসরিক বনভোজনের উদ্দেশ্যে.. ঢাকার বাইরে.." এই পোস্টও প্রথম পাতায় ঝুলাইয়া রাখিব। কাজেই, আপনার জন্য জায়গা কম!!

১ঙ.
যে সব লেখায় রেফারেন্স হিসাবে কিছু আপত্তিকর বিষয় বা শব্দ আসবে:
অল্প কিছুদিনের মইধ্যেই আলাদা করিয়া দিব, কোন বিষয় নিয়া লেখা। ছাগু বিষয়ক, মডু বিষয়ক, ১৮+ বিষয়ক, কিংবা নেহায়েতই কোবতে!! তবে, একখানা কথা এইখানে উল্লেখ্য, আপনারা সাহিত্যচর্চা করিতে পারেন। শুধুমাত্র, নাটক লিখিতে পারিবেন না!!


২. যেসব বিষয়বস্তু এবং আচরণ প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হতে পারে :

২ক.
কেবলমাত্র, আপনি নিজে যদি বলেন, আপনার লেখা প্রথম পাতা হইতে সরাইয়া দেওয়া হউক, তাহা হইলে!!

২খ.
কোন ধরণের সাংকেতিক চিহ্ন, যেমন: # ! @; কিংবা কোন স্বরবর্ণ, যেমন: অ, অা যাহার অর্থ আমরা বুঝিব না!!

২গ.
ছাগু বিষয়ক একাধিক পোস্ট প্রথম পাতায় থাকিলে, সবগুলাই সরাইয়া দেওয়া হইবে!!

২ঘ.
অন্য কোন প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের বিজ্ঞাপন করিলে, কিংবা অন্য কোথায় প্রকাশিত লেখার লিংক প্রদান করিলে!!

২ঙ.
একজন ব্লগার দৈনিক ১ খানা করিয়া পোস্ট এবং ১০ খানা করিয়া মন্তব্য করিতে পারিবেন!! কোন লেখায়, একজন একাধিক মন্তব্য করিলে!!

২চ.

ইহা ২গ নং নীতিমালার পরিপূরক। ছাগুকে আক্রমণ করিয়া কোন পোস্ট প্রদান করা যাইবে না।

২ছ.
কেহ যদি কাঁঠাল পাতার গুণাগুণ বিস্তৃত বর্ণনা না করিয়া, কেবলমাত্র উহার বিজ্ঞাপন করিতে থাকে!!

২জ.
কেহ যদি ব্যান খাওয়া অপর কোন এক নিকের জন্য কান্না করিয়া পোস্ট দেন!!

২ঝ.
কেহ যদি কোন রকম রম্য নাটক রচনা করেন!!

২ঞ.
কেহ যদি ২ক, ২খ, ২গ, ২ঘ, ২ঙ, ২চ, ২ছ অবিরত ভঙ্গ করিতে থাকেন, তাহা হইলে তাহাকে প্রথম পাতা হইতে অবশ্যই তাড়াইয়া দেওয়া হইবে!!


৩. নিম্নলিখিত কারণে আমরা পোস্ট কিংবা ছবি মুছিয়া দিতে পারি:

৩ক.
যেকোন ধরণের পোস্ট, যাহা কোন একটি বিশেষ প্রজাতির প্রিয় এলাকাকে নিয়ে অসম্মানজনক, কিংবা, যাহাতে ঐ বিশেষ অঞ্চলকে ইংগিত করিয়া কিছু বলা হইবে!!

৩খ.
কোন পোস্টে যদি কোন একটি বিশেষ প্রজাতিকে উদ্দেশ্য করিয়া গালি দেওয়া হয়, কিংবা উহাদের উদ্দেশ্য করিয়া কোনরূপ বিরূপ মন্তব্য করা হয়, কিংবা কোন রকম প্রাণীর সহিত তুলনা করিয়া ছবি প্রদান করা হয়, কিংবা কোন প্রকার ভেষজ খাদ্য প্রদান করা হয়, বা প্রদানে উৎসাহ দেওয়া হয়, তা হইলে আমরা প্রয়োজনে ছবি এবং মন্তব্য উভয়ই মুছিয়া দিতে বাধ্য হইব!!

৩গ.
কোন পোস্ট কিংবা ছবিতে ছাগু কিংবা মডু'দের ব্যক্তিস্বার্থ কেন্দ্রিক কিছু লেখা যাইবে না!!

৩ঘ.
মডু কিংবা ছাগুদের নিয়া কোনরূপ স্যাটায়ার লিখা যাইবে না!! (ইহাতে উভয় প্রজাতিই দু:খ পায়!!)

৩ঙ.
কিছু কিছু স্থানে ৩ঘ নিয়ম মান্য করা হয়না। ঐসমস্ত স্থানে এইসব লেখা লিখিয়া এইখানে লিংক দেওয়া যাইবে না!!

৩চ.
সত্য কথা বলা যাইবে না। সর্বদা মডু'দের তোষামোদ করিয়া চলিতে হইবে!!

৩ছ.
মুক্তিযুদ্ধ বিষয়ক পোস্ট প্রদান করা যাইবে না!! তা হইলে কেউ যদি রিপোর্ট করে, আমরা আপনাকে বন্ধ করিয়া দিতে পারি!!

৩জ.
কাহারো লেখা কপি-পেস্ট করা যাইবে না। কেবলমাত্র কাহারো মন্তব্য কপি-পেস্ট করা যাইবে!! (শুধুমাত্র ভাঙা-পেন্সিল ছাড়া!! উহার মন্তব্যও কপিরাইট করা!!)

৩ঝ.
আস্তিক-নাস্তিক বিষয়ক কোন পোস্ট করা যাইবে না। ইহাতে কতিপয় বিপথগামী তরুণ-তরুণী উত্তেজিত হইয়া একটি বিশেষ প্রজাতিকে আক্রমণ করিয়া বসে!!

৩ঞ.
কোন ধরনের কোড লেখা যাইবে না। তাহা যেকোন প্রকারেরই হোক না কেন!!


৪. নিম্নলিখিত কারণে আমরা কোন ব্লগারকে কিংবা কোন ব্লগ সাময়িকভাবে অথবা চিরতরে বন্ধ করিয়া দিতে পারি :

৪ক.
যদি কাহারো নিকে ছাগু সংশ্লিষ্ট কথা থাকে!!

৪খ.
যদি কাহারো প্রোফাইল ছবি হিসাবে কোন একটি প্রাণীর ছবি থাকে!!

৪গ.
কেহ যদি ২জ, ২ঝ, ৩ক, ৩খ, ৩গ, ৩ঘ, ৩ঙ, ৩চ ক্রমাগত অমান্য করিতে থাকেন!!

৪ঘ.
যদিও আপনারা একাধিক নিক রাখিতে পারেন, কিন্তু ইহা কাহাকেও জানাইতে পারিবেন না!! এইসংক্রান্ত কোন পোস্ট করিলে আমরা উক্ত পোস্টখানাকে মুছিয়া দিব এবং উক্ত নিক সমূহ বন্ধ করিয়া দিব!!

৪ঙ.
কেহ কোন সংখ্যাবাচক নিককে উদ্দেশ্যমূলকভাবে হেয় করার জন্য কোন নিক খুলিয়া থাকেন!!

৪চ.
যদি কাহারো কোন পোস্ট এমন হয়, তাহার দৈনিক হিটের সংখ্যা অত্যধিক বেশি, তা হইলে উহার নিক সাময়িক হইতে স্থায়ীভাবে ব্যান করা হইতে পারে!!!


৫. মন্তব্য মডারেশন বিষয়ে:

৫ক.
যে কেউ তার পোস্টে করা মন্তব্যের জন্য দায়ি থাকিবেন!! বিশেষ শ্রেণীভুক্ত কেহ যদি মনে করেন, মন্তব্য সামলাইতে পারিবেন না, তাহা হইলে মন্তব্যের অপশন বন্ধ রাখিতে পারেন!!

৫খ.
এই নীতিমালা শুধু মাত্র খোয়াড় প্রাণীভুক্তদের জন্য!! আপনাদের কেহ কাঁঠাল পাতা দিলে, আপনারা তাহা খাইয়া মডু'দের নিকট রিপোর্ট জানাইবেন!!

৫গ.
কাহাকেও যদি মডু বলিয়া ডাকা হইয়া থাকে, আমরা কোন কারণ ছাড়াই উক্ত মন্তব্য মুছিয়া দিব!! কারণ, আমরা মনে করি.. মডু একখানা অশ্লীল শব্দ, যাহার অর্থ োকা!!

৫ঘ.
আমাদের করা পোস্টে কোন ধরণের মন্তব্য গ্রহণ করি না!!


শেষ কথা:

আপনাদের কোন কিছু জানাইবার থাকিলে মন্তব্য করুন। ফিডব্যাক জানানো হইবে!! প্রয়োজনে নীতিমালা আপডেট করা হইতে পারে। মতামতের জন্য লেখক দায়ি নন।

রবিবাবু একখানা কোবতে লিখিয়াছিলেন:
কত অজানারে জানাইলে তুমি
কত নোটিশরে দিলে ঠাঁই!!
লিখিতে থাকুন আপনারা। শুভ ব্লগিং!!

[সম্পূর্ণ কাল্পনিক!! পূর্ব প্রকাশিত কোন পোস্টের সাথে মিলিয়া গেলে লেখকের সার্থকতা!!]

প্রথম প্রকাশ: ১৪-৩-'০৯ ইং
http://www.somewhereinblog.net/blog/muktoboyan/28924173
 
এখানে প্রকাশিত লেখা অনুমতি ছাড়া অন্য কোথাও পুন:প্রকাশ করবেন না। কোন লেখা বেশি পছন্দ হলে নিজের মনে করে নিয়ে যাবার বেলায় একটু জানিয়ে যাবেন।
ব্যক্তিগত অনুভূতির সাথে একীভূত কোন লেখা অন্যত্র শেয়ার করতে পারেন।


Copyright 2009 মুক্ত বয়ান. Powered by Blogger Blogger Templates create by Deluxe Templates. WP by Masterplan modified by Mukto Boyan